২৬ অক্টোবর ২০২৫

মোনালির মন খারাপ

দীপা চৌধুরী »

তাকে আজো খুঁজে বেড়াই। জানিনা, সে কোথায় আছে, কেমন আছে। খুব দেখতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে কতটা ভালো আছে? আজকাল খুব মিস করি তাকে, সেও কি এভাবে আমাকে মিস করে? করবেই বা কেন? আমিই তো ওকে দূরে সরিয়ে দিয়েছি।

কি-ই বা করতে পারতাম। আমার নিজের সুখের জন্য অন্য কাউকেতো অসুখী দেখতে পারবোনা। এর চেয়ে সরে যাওয়াই ভালো মনে করেছি। কিন্তু আমি কি পেরেছি নিজেকে সুখী করতে, খুশি রাখতে? হ্যা- যেটা পেরেছি তা হল- নিজেকে ভালো রাখার অভিনয় করতে। কিন্তু এভাবে আর কত দিন- কতটা সময়।

আজ মোনালী সকাল থেকেই ভাবছিল শিহাবের কথা। প্রায় ১৫ বছর হয়ে গেল, এই ব্যস্ততম ঢাকা শহরে পাশাপাশি থেকেও কেউ কারো খবর জানে না। সেইদিনগুলির কথা আজ খুব মনে পড়ছে।

মোনালি যখন হাসপাতালের বেডে শুয়ে ছিল তখন তার মাথায় হাত বুলিয়ে দেয়া, তাকে খাইয়ে দেয়া, সকাল থেকে সন্ধ্যা অব্দি মোনালির পাশে থাকা কি করে ভুলে যাবে? ভুলে যেতে চাইলেও পারবেনা কারণ তাহলে নিজেকেই ভুলে যেতে হবে। সত্যি কি সেদিন মোনালি তাকে দূরে সরিয়ে দিয়েছিল নাকি পরিস্থিতি বাধ্য করেছিল?

বিয়ের পরেও মোনালি সুখী হতে পারলোনা। অনেক চেষ্টা করেও পারেনি কারণ টাকা মানুষকে পাল্টিয়ে দেয়, যেভাবে দিয়েছিল মোনালির স্বামীকে। এখানেও মোনালি সুখের কাছে হেরে গেল। তারপর ধীরে ধীরে অসুস্থ হতে লাগলো আর ঠিক সেসময় রাকিবের সাথে পরিচয় ঘটলো। তারপর দুজন-দুজনের কাছাকাছি আসলো আর ভালোবেসে ফেললো।

মোনালির সময়টা ভালোই কাটছিল কিন্তু এখানেও নিয়তি ভালো থাকার বাধ সাধলো। ভাগ্য বোধহয় চায়না, মোনালি ভালো থাকুক। আর তাইতো আশেপাশের কিছু মানুষের চোখে সে হিংসার পাত্রী হয়ে গেল। সত্য-মিথ্যা অনেক কিছু বলে রাকিবের কান ভারী করে তোলা হল আর সেই থেকে সম্পর্কের ফাটল ধরলো। একেই বুঝি বলে নিয়নি।

‘যে ডাল ধরে, সেই ডালই ভেঙে পড়ে।’ মোনালিও নিজের কাছে প্রতিজ্ঞা করলো, সেও রাকিবের ভুল ভাঙাতে যাবে না, যতক্ষণ না পর্যন্ত রাকিব নিজে থেকে মোনালির কাছে ফিরে আসে। মোনালি জানতো, শিহাব তার জীবনে ফিরে আসলেও তাকে মেনে নেয়া সম্ভব নয় আর তাইতো সে রাকিবকে চেয়েছিল একজন সত্যিকারের ভালোবাসার মানুষ হিসেবে যে সারাজীবন শুধু তার পাশেই থাকবে, এর বেশি কিছু নয়।

আজ সকাল থেকেই মোনালির মনটা খুব খারাপ, অনেক স্মৃতিই এলোপাতাড়িভাবে মনের আনাচে-কানাচে উঁকি দিচ্ছে। কিন্তু মোনালি না পারছে কারো সাথে শেয়ার করতে, না পারছে চিৎকার করে কাঁদতে।

লেখক : গল্পকার ও সংগঠক

আরও পড়ুন