বাংলাধারা প্রতিবেদন »
ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদস্যদের ছুটির বার্তা পাচ্ছেন মোবাইলে।
রবিবার (০৪ আগস্ট) থেকে প্রথম দফায় দূরবর্তী জেলায় যাদের বাড়ি তাদের ছুটি নিশ্চিত করে মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে।
ছুটির জন্য আবেদনকারীদের তিনধাপে ছুটি মঞ্জুর করে প্রত্যেকের মোবাইলে এসএমএস পাঠানো হবে বলে সিএমপি সূত্রে জানা গেছে।
প্রথম দফায় চট্টগ্রাম রেঞ্জের বাইরের জেলার বাসিন্দা যেসব পুলিশ সদস্য ছুটির জন্য আবেদন করেছেন তাদের ছুটি মঞ্জুর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সিএমপির সহকারী কমিশনার (ফোর্স) মো. ইয়াসির আরাফাত বলেন, বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যরা ছুটির জন্য আবেদন করেছেন। ছুটির জন্য আবেদনকারীদের তিনধাপে ছুটি মঞ্জুর করে প্রত্যেকের মোবাইলে এসএমএস পাঠানো হবে। দূরবর্তী জেলার বাসিন্দাদের প্রথম ধাপে ছুটি মঞ্জুর করা হয়েছে। দ্বিতীয় ধাপে চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন জেলায় যাদের বাড়ি তাদের ছুটি ও এবং তৃতীয় ধাপে চট্টগ্রাম জেলায় যাদের বাড়ি তাদের ছুটি মঞ্জুর করে মোবাইলে এসএমএস পাঠানো হবে।
মো. আজাদ বাংলাধারাকে বলেন, ঈদে বাড়িতে যাওয়ার জন্য ছুটির আবেদন করেছিলাম। ছুটি পেয়েছি। ঈদের অনেক আগেই ছুটি সম্পর্কে নিশ্চিত হলাম। ছুটির বিষয়টি আগে জানতে পেরে ভালো লাগছে।
সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বাংলাধারাকে বলেন, পুলিশ সদস্যরা সারাবছর কষ্ট করেন। ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে অপেক্ষা করেন তারা। ছুটি নিয়ে একসময় টেনশন করতে হতো। আমরা তা দূর করেছি। ঈদের অনেক আগেই ছুটির তথ্য নিশ্চিত করছি। মোবাইলে এসএমএসের মাধ্যমে ছুটি মঞ্জুরের তথ্য পেয়ে যাচ্ছেন সিএমপির সদস্যরা।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













