বোয়ালখালী প্রতিনিধি»
চট্টগ্রামের বোয়ালখালীতে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে শিল্পি নন্দী (৫৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। নিহত শিল্পি উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের ৯নং ওয়ার্ডের হরিমোহন নন্দীর বাড়ির পরিমল নন্দীর স্ত্রী।
জানা গেছে, সোমবার ( ৪ অক্টোবর) দুপুরে নিজ ঘরে পূজার আসনে মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতাবশত তার শরীরে আগুন লেগে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৮টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়। শ্রীপুর খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোকারম বিষয়ের সত্যতা নিশ্চিত করেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।
ঘটনার বিষয়ে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, খরর পেয়ে বোয়ালখালী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা পাওয়া গেছে।
বাংলাধারা/এফএস/এফএস













