বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতী নদীতে গোসলের সময় জোয়ারের পানিতে ভেসে গিয়ে রতন মোল্লা (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ জুন) দুপুর ১২টায় মোল্লাহাট উপজেলার চরপাড়া গাড়ফা এলাকায় মধুমতী নদীতে এ ঘটনা ঘটে। মৃত রতন মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চরপাড়া গাড়ফা গ্রামের অধিবাসী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধ রতন মোল্লা ‘প্যারালাইজড’ ছিলেন। প্রতিদিনের মতো শনিবার দুপুরে রতন মোল্লা মধুমতী নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে বৃদ্ধ রতন মোল্লা হাতের লাঠিসহ জোয়ারের পানিতে ভেসে নিখোঁজ হন।
তাৎক্ষণিকভাবে মোল্লাহাট ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। মোল্লাহাট ফায়ার সার্ভিসের ডুবুরি দল ব্যাপক তল্লাশি চালিয়ে দুপুর ২টায় বৃদ্ধ রতন মোল্লার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
মোল্লাহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে রতন মোল্লার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।