বাংলাধারা স্পোর্টস »
ফুটবল প্রেমীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর মধ্যে একটি বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ। এই ম্যাচ ‘এল ক্লাসিকো নামে পরিচিত। ইংরেজিতে দ্যা ক্লাসিক। স্প্যানিশ ফুটবল অথবা ওয়ার্ল্ড কাপের কোন ম্যাচ নয়। এল ক্লাসিকো পুরো ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণের জায়গা। শত বছরের পুরোনো এই লড়াইয়ে নজর থাকে ফুটবল প্রেমিদের কেন্দ্রবিন্দুতে।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে শনিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামছে দুই দল।
এতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। নিজেদের সবশেষ ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে ফেরেন্সভারোসের বিপক্ষে মঙ্গলবার ৫-১ গোলের বিশাল জয় বার্সাকে আত্ববিশ্বাস জোগাবে অপরদিকে গত শনিবার ঘরের মাঠে লিগ ম্যাচে কাদিসের বিপক্ষে ১-০ গোলে হারের পর বুধবার নিজেদের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করে রিয়াল। লিগ ম্যাচে বার্সাও হেরেছে ১-০ গোলে গেতাফের কাছে। দু’দলই তাদের চেনা ছন্দে নেই।
ম্যাচের ফলাফলটা যেমনই হোক না কেন এল ক্লাসিকোর যুদ্ধে নামলেই যেন সবকিছু পাল্টে যায়। মাঠে নিজেদের সর্বোচ্চটুকু থেকেও বেশি ঢেলে দেন ফুটবলাররা। অতীত রেকর্ড সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।
এ পর্যন্ত সর্বমোট ২৭৫ বার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ৯৯ আর বার্সেলোনা ১১৫টি জয় পায় এবং ড্র ম্যাচের সংখ্যা ৬১।দুই দলের সম্ভাব্য একাদশ: বার্সেলোনা: নেতো, সার্জি রবের্তো, জেরার্ড পিকে, ক্লেমেন্ট লেংলে, জর্দি আলবা, সার্জিও বুস্কেটস, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, আনসু ফাতি, ফিলিপ কুতিনহো, অ্যান্তোনিও গ্রিজম্যান এবং লিওনেল মেসি। রিয়াল মাদ্রিদ: থিবো কোর্তোয়া, ফারল্যান্ড মেন্ডি, সার্জিও রামোস, রাফায়েল ভারান, নাচো ফার্নান্দেজ, ক্যাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, মার্কো অ্যাসেন্সিও, ভিনিসিয়াস জুনিয়র এবং করিম বেনজেমা।
বাংলাধারা/এফএস/ওএস













