২৫ অক্টোবর ২০২৫

ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগে ৪ জন গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে ওয়েল ফুডের সামনে এ ঘটনা ঘটে।

হামলার শিকার মো. অলি উল্লাহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম আদালতে কর্মরত।  

জানা যায়, নগরের পাঁচলাইশ থানার জিইসি মোড়ে ওয়েল ফুডের সামনে দিয়ে ম্যাজিস্ট্রেট তার স্ত্রীকে নিয়ে হেঁটে যাওয়ার সময় ব্যক্তিগত গাড়ি ধাক্কা দেয়। এর কারণ জানতে চান ম্যাজিস্ট্রেট। এতে ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে এসে রানা নামে একজন তাঁর ওপর হামলা চালায়। এতে আহত ম্যাজিস্ট্রেটকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। তার মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আরও পড়ুন