বাংলাধারা ক্রীড়া প্রতিবেদক »
চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনের খেলায় ১ম সেশনে বাংলাদেশকে দ্রুত ব্রেকথ্রু এনে দেন বাংলদেশি অর্থোডক্স তাইজুল ইসলাম। ১ম ইনিংসে ১৯৯ রান করা এ্যাঞ্জেলো ম্যাথিউসকে কোনো রান ছাড়াই প্যাভিলিয়নের ফেরান তাইজুল ইসলাম।
দিনের শুরুতে প্রথম সেশনে ধীরে ধীরে ভয়ংকর হয়ে ওঠা কুশাল মেন্ডিসকে ব্যক্তিগত ৪৮ রানে বোল্ড করে সাজঘরে ফেরান এই স্পিনার। পিচে এসে দ্রুত রান তুলতে শুরু করেছিলেন শ্রীলংকান এই ব্যাটসম্যান।এরপর প্রথম সেশনের ১৮ ওভারে এ্যাঞ্জেলা ম্যাথিউসের ক্যাচ নিজে তালুবন্দি করে প্যাভিলিয়নে ফেরার তাইজুল।
চর্তুথ দিনের শেষ সেশনে ৬৮ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলংকা।১৭ ওভার ব্যাটিং ওই সেশনে শ্রীলংকা ২ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩৯ রান। সেখানে দুইটি উইকেট পতনের সম্পূর্ণ কৃতিত্ব ছিলো তাইজুলের।
৫ম দিনের ১ম সেশনে আবারো দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় সম্ভবনাকে প্রকট করেছেন তাইজুল ইসলাম।













