২৯ অক্টোবর ২০২৫

ম্যানইউকে হারিয়ে ভিয়ারিয়ালের চমক, পাল্টালো ৯৮ বছরের ইতিহাস

বাংলাধারা স্পোর্টস  »

ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতার ফাইনালে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে চমকে দিল ভিয়ারিয়াল। ম্যানইউ থেকে শক্তি-পরিসংখ্যান সবদিক থেকে পিছিয়ে থেকেও টাইব্রেকারে জয় তুলে নিয়েছে ক্লাবটি। ইংলিশ ক্লাবটিকে হারিয়ে নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার ইউরোপা লিগ জিতল ভিয়ারিয়াল। নিজেদের ৯৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো বড় ট্রফি জিতল দলটি।

বুধবার(২৬ মে) নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ গোলে ড্র হলে গড়ায় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ভিয়ারিয়ালকে এগিয়ে নেন জেরার্ড মরেনো। আর ম্যানইউর হয়ে গোল করেন এদিনসন কাভানি। ম্যাচ ড্র হলে টাইব্রেকারে ১০-১১ ব্যবধানে জিতে ইউরোপা লিগের শ্রেষ্ঠাত্বের মুকুট জিতল ভিয়ারিয়াল।

দলের পাশাপাশি ইতিহাস গড়লেন ভিয়ারিয়াল কোচ উনাই এমেরি। প্রথম কোচ হিসেবে  চারটি ইউরোপা লিগ শিরোপা জিতলেন তিনি। এর আগে জিতেছেন সেভিয়ার হয়ে তিনবার।

এ ছাড়াও আরেকটি সাফল্য পেল ভিয়ারিয়াল। ইউরোপা লিগের শিরোপা জেতায় আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত হলো ভিয়ারিয়ালের।

এদিন পুরো ম্যাচেই লড়াই হয় সমানে-সমান। যদিও বল দখলে এগিয়ে ছিল ম্যানইউই। কিন্তু প্রতিপক্ষকে পরীক্ষায় ফেলতে পারেনি তারা। উল্টো ২৯ মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দানি পারেহোর ফ্রি-কিকে ছয় গজ বক্সের সামনে থেকে জাল খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড মরেনো।

পাল্টা আক্রমণে ৫৫তম মিনিটে খেলায় ফেরে ইউনাইটেড। প্রতিপক্ষের ডি-বক্সের মুখে বল পেয়ে যান কাভানি। এরপর দলকে সমতায় ফেরান তিনি। শেষে আর কোনো গোল না আসলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। আর শিরোপা আক্ষেপ আরো লম্বা হয় ম্যানইউর।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন