বাংলাধারা প্রতিবেদন »
ময়মনসিংহ দিবস উপলক্ষে চট্টগ্রামের বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে আয়োজিত গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার ( ১ মে ) বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম এর সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান এই কর্মসূচি উদ্বোধন করেন ।
এ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র ৫০০ পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, আধা কেজি লবন, আধা লিটার সয়াবিন তৈল সহ সর্বমোট ৯ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সেখানে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম, মহাসচিব মোঃ ওবায়দুল হক আলমগীর, বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক কুমার দত্ত সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্য উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম













