৮ ডিসেম্বর ২০২৫

যশোরে হাত-পা বিহীন শিশুর জন্ম

বাংলাধারা ডেস্ক »

যশোরের শার্শা উপজেলায় হাত-পা ছাড়াই একটি শিশুর জন্ম হয়েছে। সারজিনা খাতুন (২২) নামের একজন প্রসূতি বাগআঁচড়ার একটি নার্সিংহোমে বুধবার (২৮ আগস্ট) সকালে কন্যা সন্তানটির জন্ম দেন। তিনি শার্শার বসতপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী।

শিশুটির চাচি বলেন, ‘বুধবার সারজিনাকে বাগআঁচড়ার জনসেবা ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে শিশুর জন্ম হয়। জন্মের পর শিশুটিকে আমার কাছে দেওয়া হয়। এ সময় দেখি বাচ্চার চেহারা খুবই সুন্দর কিন্তু তার হাত ও পা নেই।’

এ বিষয়ে জনসেবা ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডা. শহিদ হাসান বলেন, ‘এটি একটি জন্মগত সমস্যা যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন জিনগত সমস্যা, কিছু কেমিক্যাল ভাইরাস এবং কিছু (টেরাটোজোনিক) ওষুধ যদি গর্ভাবস্তায় সেবন করা হয় তবে এমন বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে।’

শিশুটির চিকিৎসার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ ধরনের শিশুদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে হবে। কিছু ক্ষেত্রে কৃত্রিম হাত-পা ব্যবহার কিংবা সার্জারির প্রয়োজন হতে পারে।

সূত্র: বাংলা ট্রিবিউন

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ