বাংলাধারা প্রতিবেদন »
করোনা মোকাবেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটান পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে বন্দর নগরীর পতেঙ্গায় প্রতিষ্ঠিত ১০০ শয্যার হাসপাতালটি যাত্রা শুরু করেছে আজ।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এই হাসপাতালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জানা গেছে, আজ থেকে হাসপাতালটি পুরোদমে কাজ শুরু করেছে। সেজন্য প্রয়োজনীয় ডাক্তার, নার্স নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের একটি দল ভিডিও কনফারেন্সিংসহ নানাভাবে চিকিৎসাসেবা প্রদান করবেন। পাশাপাশি সারাদেশ থেকে আগত বিদ্যানন্দ ফাউন্ডেশনের ৫০ জন স্বেচ্ছাসেবী হাসপাতালটিতে সেবা দান করবেন।
সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান বলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের প্রথম থেকেই বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য করোনাভাইরাস মোকাবেলায় সম্মুখযোদ্ধা হিসেবে অবদান রেখে যাচ্ছেন। অপরদিকে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে বিশ্বমহামারির প্রথম থেকেই জনগণের পাশে থেকে মানবিক কাজ করছে। কিন্তু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা আরও বেগবান করার জন্য এ উদ্যোগ, যা নিঃসন্দেহে জনগণকে চিকিৎসা সেবা প্রদানে কার্যকর ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ মানুষকে শুধু চিকিৎসা সেবাই দিবে না বরং আরো মানবিক হতে উদ্বুদ্ধ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথসহ পুলিশের অন্যান্য ঊদ্ধর্তন কর্মকর্তা, হাসপাতালের ডাক্তার, নার্স ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তারা।
বাংলাধারা/এফএস/টিএম













