বাংলাধারা প্রতিবেদক »
রাঙ্গুনিয়ার চাঞ্চল্যকর জিল্লু ভান্ডারী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী মো. কামলকে (৩২) গ্রেফতার করেছে র্যাব-৭।
বুধবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৬টায় খাগড়াছড়ি সদর থানার কলেজ পাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কামাল রাঙ্গুনিয়া উপজেলার গোদারপাড়া এলাকার আমিনুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ২০১৫ সালে রাঙ্গুনিয়ায় আলোচিত ও চাঞ্চল্যকর জিল্লুর ভান্ডারী হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় গত ১৫ ফেব্রুয়ারি মহামান্য আদালত অভিযুক্ত দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আসামির বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় ৬টি, চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় ১টি এবং খাগড়াছড়ি সদর থানায় ১টি মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।
আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।













