২৩ অক্টোবর ২০২৫

যারা আইপিএল খেলতে গেছেন তাঁরা নিজ দায়িত্বেই দেশে ফিরবে : অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

বাংলাধারা স্পোর্টস  »

ভারতে করোনা পরিস্থিতি দিনদিন ভয়াবহ হচ্ছে। যে কারণে আতঙ্কে রয়েছেন চলমান আইপিএলে অংশগ্রহণ করা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। করোনাভীতি নিয়ে ইতিমধ্যে দেশে ফিরেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিনদিন বাড়াতে নিয়মিতই ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

এমন অবস্থায় আইপিএল শেষে অস্ট্রেলিয়ায় ফিরতে ক্রিকেটারদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করার জন্য আবেদন করেছিলেন ক্রিস লিন। তবে তার সেই আবেদন নাকচ করে দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাতকারে মরিসন বলেন, “যারা আইপিএল খেলতে ভারতে রয়েছেন তাঁরা প্রত্যেকেই নিজের দায়িত্বে সেখানে গিয়েছেন। তাঁরা অস্ট্রেলিয়ার হয়ে কোন সফরে যায়নি। তাঁরা নিজস্ব সংস্থানে রয়েছে, আশা করছি তাঁরা সেটির ব্যবহার করবে এবং নিজ দায়িত্বেই দেশে ফিরবে।”

মূলত ভারতের সঙ্গে বিমান ব্যবস্থা আগামী ১৫’ই মে পর্যন্ত বন্ধ রেখেছে অস্ট্রেলিয়া সরকার। যে কারণে দেশে ফিরতে বিশেষ বিমানের আবেদন করেছিলেন ক্রিস লিন।

এদিকে অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা দেশে ফিরতে উদ্বিগ্ন হলেও বিসিসিআই থেকে আশ্বস্ত করা হয়েছে ক্রিকেটার এবং সকল স্টাফদের নিরাপদেই দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে এই ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, ক্রিকেটারদের মধ্যে সবার আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়েছেন ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। তারপরই করোনাভাইরাসের আতঙ্ক নিয়ে দেশে ফিরেছে রাজস্থান্র রয়্যালস এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন