‘আমাদের দেশ কৃষি অর্থনীতি থেকে এখন শিল্পায়নের দিকে যাচ্ছে। এ অর্থনীতিতে এতো গ্র্যাজুয়েটকে চাকরি দেওয়া কঠিন। চাকরির জগৎটা এখনো সেভাবে প্রস্তুত হয়নি। এটাই বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশেও এতো গ্র্যাজুয়েটকে চাকরি দেওয়া সম্ভব না। তারাও দেশ-বিদেশে চাকরি করতে যায়। প্রাচ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা কায়িক শ্রমের কাজও করে।’
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এসব কথা বলেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন তিনি। এতে ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট শেষ করা ১ হাজার ৭৫৪ জনকে সম্মাননা দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠানে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে নওফেল বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিজেকে যেকোনো কাজের জন্য প্রস্তুত রাখতে হবে। শিক্ষার্থীদের মধ্যে শতকরা ৯৯ শতাংশ শিক্ষা সংশ্লিষ্ট নয় এমন কাজে কর্মমুখী হয়। এমন ক্ষেত্রে কাজের জন্য অনেকে দেশের বাইরে যায়। শিক্ষাজীবনে যেন নিজেকে অতি উন্নত ও উচ্চমানের নাগরিক হিসেবে যেন না ভাবি, এমন মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, আপনারা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করেছেন, ভবিষ্যতের জন্য প্রস্তুতির অংশ হিসেবে যেকোনো প্রতিষ্ঠানে অভিজ্ঞতা সঞ্চয়ে বিনা পারিশ্রমিকে যেতে হবে। তাহলেই বাস্তবজীবন সম্পর্কে জানতে পারবে। শুধুমাত্র চাকরির প্রত্যাশা করে আবেদন করলে চলবে না। উচ্চ শিক্ষিত মানেই আমরা উচ্চ বেতনের চাকরি প্রত্যাশা করে থাকি। উচ্চ বেতনের চাকরি কখনোই হবে না, যদি মানবিক মানুষ হিসেবে সব ধরনের পেশা ও বাস্তবজীবনের সঙ্গে সংশ্লিষ্ট চ্যালেঞ্জের কাজকে সম্মানের চোখে দেখে সেটা আত্মস্থ করতে না পারি।
উপমন্ত্রী বলেন, অনেকে স্বনির্ভর হওয়ার জন্য উদ্যোক্তা হতে বলে। কিন্তু আমি সেটা কম বলি। কারণ এটির জন্য পুঁজির সংস্থান পাওয়া অত্যন্ত কঠিন। এজন্য অভিজ্ঞতাকে বড় পুঁজি হিসেবে ব্যবহার করতে হবে।
অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সমাজ গড়ার আহ্বান জানিয়ে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ধর্মীয় বিষয়েও আমরা ধীরে ধীরে আধ্যাত্মিকতা বাদ দিয়ে লৌকিকতার দিকে যাচ্ছি। সহনশীল, অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তুলতে হবে। অর্থনৈতিকভাবে এগিয়ে গেলেও সামাজিকভাবে এসব বিষয়ে যদি পিছিয়ে থাকি সে অর্থনীতি ডুবে যেতে দুইমাসও সময় লাগবে না।