বাংলাধারা ডেস্ক »
মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। মূলত এ নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্টের কার্যকারিতা কেমন সে মনোভাব জানান দেশটির নাগরিকরা। এই ভোটে হেরে গেলে প্রেসিডেন্টের ক্ষমতা কমে যায়।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, এবারের মধ্যবর্তী নির্বাচনে বাইডেন তার ক্ষমতা কিছুটা হারাতেও পারেন। কারণ মঙ্গলবারের (৮ নভেম্বর) ভোটে এগিয়ে আছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে ২০২১ সালের ২০ জানুয়ারি থেকে ক্ষমতায় বসেন জো বাইডেন। রিপাবলিকানদের হারিয়ে ডেমোক্র্যাট এই প্রেসিডেন্ট গত দুই বছর ধরে যুক্তরাষ্ট্র শাসন করছেন।
মার্কিন কংগ্রেসের দুই কক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি পরিষদ) এবং সিনেটের পাশাপাশি কয়েক জায়গায় গর্ভনরের আসন দখলের লড়াই চলছে।
সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলাফলে এখন পর্যন্ত প্রতিনিধি পরিষদ এবং সিনেটে ভোটে এগিয়ে আছে রিপাবলিকানরা।
স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন প্রতিনিধি পরিষদের পুরো ৪৩৫ আসন এবং সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোট হচ্ছে তিন ডজন গভর্নর নির্বাচনেও। এরই মধ্যে ফ্লোরিডার রিপাবলিকান নেতা রন ডেসান্টিস ডেমোক্র্যাটিক প্রার্থী চার্লি ক্রিস্টকে গভর্নর নির্বাচনে পরাজিত করেছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আর সিনেটে ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং জ্যেষ্ঠ রিপাবলিকান নেতা জন থুনে পুনর্নির্বাচিত হয়েছেন।
বর্তমানে প্রতিনিধি পরিষদ নির্বাচনের ফলাফলে এগিয়ে রয়েছে রিপাবলিকান পার্টি। তারা ১৭০ আসনে জয় নিশ্চিত করেছে। আর জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ১১৪টি আসন। হাউসের নিয়ন্ত্রণ দখলে প্রয়োজন মোট ২১৮টি আসন।
তবে সিনেটের দখল নিয়ে বেশ হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এই মুহূর্তে প্রয়োজনীয় ৫০ আসনের মধ্যে ৪৬টির দখল নিয়ে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। আর ডেমোক্র্যাটদের হাতে রয়েছে ৪৫টি আসন।













