আন্তঃর্জাতিক ডেস্ক»
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার একটি হাসপাতালে বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়। স্থানীয় সময় বুধবার টুলসার সেন্ট ফ্রান্সিস হাসপাতালে এই হামলার ঘটনা ঘটে।
টুলসার উপপুলিশ প্রধান জনাথন ব্রুকস ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, বন্দুকধারীর পরিচয় বের করার চেষ্টা চলছে। হামলাকারীর বয়স ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীর হাতে রাইফেল ও পিস্তল ছিলো।
তিনি আরো বলেন, হামলার তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ হাজির হয় এবং পাঁচ মিনিটের মধ্যে হামলাকারীকে শনাক্ত করতে সমর্থ হয়।
টুসলার আরেক উপপুলিশ প্রধান এরিক দালগ্লেইস জানান, নিহতদের মধ্যে রোগী ও হাসপাতালের কর্মচারী রয়েছেন বলে জানতে পেরেছেন তাঁরা।













