১০ ডিসেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে কমতে শুরু করেছে করোনায় মৃত্যুর সংখ্যা

বাংলাধারা ডেস্ক »  

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তদের মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। দেশটির শনিবার (২ মে) একদিনে মৃত্যুবরণ করেছেন ১৬৯১ জন। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৭৪৪ জন।

এর আগে শুক্রবার একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৩৬ হাজার সাতজন এবং মৃত্যুবরণ করেন ১৮৯৭ জন।

এছাড়া বৃহস্পতিবার নতুন করে ২২০১ এবং বুধবার মারা যান ২৩৯০ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- দেশটিতে এখন পর্যন্ত ৬৭ হাজার ৪৪৪ জন মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১১ লাখ ৬০ হাজার ৭৭৪ জন। আর সুস্থ হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭২৫ জন।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের উৎপত্তি হয়। এখন পর্যন্ত এই ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ রোগকে কোভিড-১৯ নামকরণ করে গত ১১ ফেব্রুয়ারি এবং কোভিড-১৯ মহামারি হিসেবে ঘোষণা দেয় ১১ মার্চ।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন