আন্তঃর্জাতিক ডেস্ক»
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর যুদ্ধাপরাধের প্রথম বিচারে রাশিয়ার এক সেনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। ভাদিম শিশিমারিন (২১) নামে ওই রুশ ট্যাঙ্ককমান্ডার ইউক্রেনের নিরস্ত্র এক বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার অভিযোগে এই রায়।
২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে আগ্রাসন শুরুর পর ২৮ ফেব্রুয়ারি ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় গ্রাম চুপাহিভকায় ৬২ বছর বয়সী ওলেকসান্দার শেলিপভকে গুলি করার আদেশ তিনি পালন করেছিলেন বলে আদালতকে জানিয়েছেন শিশিমারিন।
যুদ্ধাপরাধের অভিযোগে রুশ সেনার বিচার ইউক্রেনের কাছে প্রতীকি তাৎপর্য অনেক। এই বিচারের মাধ্যমে রুশ কতৃক ইউক্রেনে চলমান যুদ্ধপরাধের দিকে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
শিশিমারিনের বিচারের রায় নিয়ে ক্রেমলিন কোনো মন্তব্য জানায়নি। তবে বিচার চলাকালীন সময়ে ক্রেমলিন জানিয়েছিলো ইউক্রেনে তাদের মিশন না থাকায় অভিযুক্ত ওই কমান্ডারকে সহায়তা প্রদান করা সম্ভব হয়নি।













