২৫ অক্টোবর ২০২৫

যুবলীগ চেয়ারম্যান দম্পতির রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও উনার সহধর্মিণী আইনজীবী নাহিদ সুলতানা যূথীর রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল ও বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়েছে।

সাবেক ছাত্রনেতা আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম বাগান বাড়ি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সম্পাদক ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী লায়ন মোহাম্মদ মিজানুর রহমান মিজান।

মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আইয়ুব আলী।

বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান ফুলমিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সাবেক ছাত্রনেতা ও সাবেক আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোশাররফ হোসেন লিটন, সাবেক ছাত্রনেতা আলমগীর হায়াত, সাবেক ছাত্রনেতা ও জেলা যুবলীগ নেতা নজরুল ইসলাম আকবর জেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশেক এলাহী সোহেল, সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক কমিশনার শাহাদাত বিল্লা খান মহসিন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক যুবলীগ নেতা শাহজামান আরজু, অ্যাডভোকেট মিলাদুল আমিন, যুবলীগ নেতা মবিরুল মাওলা রিপন, যুবলীগ নেতা আস্রাফ উল্লা কচি, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, রহমত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান খান

উপস্থিত ছিলেন আবুল কাশেম দুলাল, মাহমুদুর রহমান মান্না, আবুল বশারসহ সুধীজন। সভা পরিচালনা করেন যুবলীগ নেতা সানাউল্লাহ শামীম।।

আরও পড়ুন