২৪ অক্টোবর ২০২৫

যুবলীগ নেতার পিতার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী ও প্যানেল মেয়রের শোক

বাংলাধারা প্রতিবেদন»

চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার পিতা আবদুর রহমান ভুঁইয়া (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তিনি পিডিবি’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

বুধবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর একটি বেসরকারি স্বাস্থ্য সেবা কেন্দ্রে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে,  দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। ‌

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বাদ আসর হালিশহর বি ডি আর মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

যুবনেতা দেলোয়ার হোসেন খোকার পিতার মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সবুর লিটন গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুসহ নগর যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দরা শোক প্রকাশ করেছেন।‌

বাংলাধারা/এফএস/এফএস

আরও পড়ুন