নিজস্ব প্রতিবেদক »
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ২০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ মার্চ) বিকাল ৩টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ড আবুলিয়া স্কুলের মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল আলু চোলাসহ আরও অনেক কিছু।
যুবলীগ নেতা মনিরুল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সৈয়দ হোসেন এবং রাজু মোমেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জালাল মিয়া, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু, যুবলীগ নেতা নুর নবী পারভেজসহ আরো অনেকেই।
এসময় দেবাশীষ পাল দেবু বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার নানামুখী উদ্যোগ নিচ্ছে। ওই লক্ষ্যে ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় এবং তার অধীনস্থ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। বিভিন্ন সংস্থা ও আইন-শৃঙ্খলা বাহিনী খুচরা বাজার থেকে শুরু করে দেশের পাইকারি মোকামগুলোয় অভিযান চালাবে। যাতে রমজানকে পুঁজি করে কারসাজির মাধ্যমে কেউ অতি মুনাফা লুটতে না পারে। ইতোমধ্যে সরকার এলসি খোলা নিয়ে জটিলতা সহজ করেছে। বাজারে রমজানে চাহিদা বাড়ে এমন পণ্যের পর্যাপ্ত সরবরাহ রাখার ব্যবস্থা নেয়া হয়েছে। পাশাপাশি বাজার পর্যবেক্ষণ ও মনিটরিং জন্যে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
এতে আরও উপস্থিত মোহাম্মদ ইমতিয়াজ বাবলা, ফরহাদ আবদুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, মো. জব্বার জনি, মারুফুল ইসলাম মারুফ, মো. সরোয়ার, মো. সাজিবুল ইসলাম সজিব রমজান আলী, আবু নাছের জুয়েল, মাহাম্মুদুর রহমান বাপ্পী, মো. আরমান, জিৎ কর বাবু, মো মাকসুদুর রহমান, মো. শোয়েব, মো. মাসুম, নুর শরীফ রকি, নাজমুল হক নোমান, সৈয়দ সুলতান ফাহিম, নুর ইসলাম রিয়াদ, আবিদ হাসান, সজীব কান্তি দাশ, মাইনুল হাসান, সোহান, সায়মুন, সেলিম স্বাধীন সহ আরো অনেকই।