২৯ অক্টোবর ২০২৫

যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে : সাংসদ নজরুল

চন্দনাইশ প্রতিনিধি »

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, ১৯৭২ সালের সংবিধানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের এ দিনে সামাজিক সম্প্রীতি সমাবেশ পালনের মধ্য দিয়ে দেশে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে দেশে সম্প্রদায়িক সম্প্রীতি নেই, সে দেশে শান্তি বিনষ্ট হচ্ছে। যেকোনো মূল্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে।

তিনি উদাহরণ টেনে বলেন, মিয়ানমারে মুসলিমদের উপর অত্যাচার ও নির্যাতনের কারণে সেখানে এখন আগুন জ্বলছে। চন্দনাইশে হিন্দু, বৌদ্ধ, মুসলিম পরিবার পাশাপাশি সহাবস্থানে থেকে যার যার ধর্মীয় রীতিনীতি মেনে সামাজিক অনুষ্ঠান পালন করছে। দেশে বিভিন্ন সময় একটি সম্প্রদায় ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য, সামাজিক প্রচার মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছবাড়িয়া খানহাট একটি শপিংমলের সামনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আকতার।

প্রধান বক্তা ছিলেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন, সমাবেশ উদযাপন কমিটির সদস্য সচিব, সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক।

আলোচনায় অংশ নেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, চেয়ারম্যান এড. খোরশেদ বিন ইসহাক, জেলা পরিষদ সদস্য প্রার্থী শেখ টিপু চৌধুরী, হিন্দু নেতা যথাক্রমে এড. তুষার সিংহ হাজারী, বলরাম চক্রবর্তী, শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, শিক্ষক গোপাল কৃষ্ণ ঘোষ, বৌদ্ধ নেতা কর আইনজীবী জয়শান্ত বিকাশ বড়ুয়া, সঞ্চিতা বড়ুয়া, যুবলীগ নেতা এসএম মুছা তসলিম, ছাত্র প্রতিনিধি জাহিদুল ইসলাম নয়ন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আলমগীরুল ইসলাম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি প্রতিনিধি যোশেফ ত্রিপুরা, ব্যবসায়ী প্রতিনিধি আলী আকবর, মুসলিম সমাজের প্রতিনিধি অধ্যক্ষ মাও. সিরাজ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কাজী মো. মোজাম্মেল হক প্রমুখ। সমাবেশের পূর্বে নজরুল ইসলাম চৌধুরী এমপিথর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ শেষে সভাস্থলে এসে শেষ হয়।

আরও পড়ুন