২৪ অক্টোবর ২০২৫

যেসব আলেমরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে তাদের পিছনে নামাজ পড়বেন না- শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম মহানগরের আমির ও সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী বলেছেন, যেসব আলেমরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে তাদের পিছনে নামাজ পড়বেন না। এদের পিছনে নামাজ পড়লে নামাজ হবেনা। গত ৫৩ বছরে আপনারা জাতিকে দ্বিধা বিভক্ত করার জন্য বক্তব্য রেখেছেন। স্বাধীনতা বিরোধী মৌলবাদী রাজাকার এ বক্তব্য ছাড়া তাদের কোন বক্তব্য ছিল না। গত ১৮ বছরে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে। এই টাকা ফিরিয়ে আনতে পারলে দেশ এগিয়ে যাবে। শনিবার ( ১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় মিরসরাইয়ের নিজামপুর মাওলানা আব্দুল গনি (রহঃ) দাখিল মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এদেশে শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করতে হবে। গত ১৮ বছরে প্রাইমারি স্কুল থেকে ইসলাম ধর্মের শিক্ষা সম্পন্ন তুলে দেয়া হয়েছে। এটার নাম দেয়া হয়েছে নৈতিক শিক্ষা, যেখানে সাহাবাই চরিত্র ছিল না, মুসলমান মনীষীদের চরিত্র ছিল না, রসূল আকরাম (সাঃ) এর চরিত্র ছিল না, ইসলামের দ্বীনি শিক্ষার কোন ব্যবস্থাই ছিল না। ১৮টি বছরে শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, মাদরাসা যদি না থাকতো, তাফসীরুল কুরআন মাহফিল যদি না থাকতো, মসজিদে ইমামরা যদি ইমামতি না করতো আজকে আমরা যে দ্বীন জানতে পারছি ইসলামকে জানতে পারছি রাসূল (সঃ) এর জীবনী জানতে পারছি, সেটা আমরা জানতে পারতাম না।

তিনি বলেন, ডা. শফিকুর রহমান এখন বাংলাদেশের নেতা নয়, উনি জামায়াত ইসলামীর নেতা নয়, উনি এখন বাংলাদেশের সীমানা পার হয়ে এশিয়ার সীমানা নয় বিশ্বনন্দিত নেতা হিসেবে আবিভূত হয়েছেন।
মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার আহমেদের সভাপতিত্বে মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন ছারছীনা দরবার শরীফের ছোট পীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা শাহ্ মো. আরিফ বিল্লাহ্ সিদ্দিকী। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর, আলা উদ্দিন শিকদার, মিরসরাই উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল কবির, সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন। মাদরাসা সুপার মাওলানা এম.এ কাশেমের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন সুফিয়া নূরীয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রেজাউল হক নিজামী, ফেনী বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম।

আরও পড়ুন