আকাশ ইকবাল »
‘বাস্তবতা’ শব্দের সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই যেনো বাস্তবতার উত্থান পতনে, জোয়ার ভাটায় নড়তে থাকা একেকজন সৈনিক। বাস্তবতা নিয়ে অন্যতম এক সত্য হচ্ছে বাস্তবতা আমরা সকলে দেখি ঠিকই কিন্তু অন্যকে আঙ্গুল দিয়ে সে বাস্তবতার চিত্র দেখাতে ভুলে যাচ্ছি। তবু আমরা কেউ কেউ এখনও দিন শেষে ভাবতে বসি পরিচিত ঘটনাসমূহ নিয়ে।
কারও কারও কলম লিখে যায় বাস্তবতার সংজ্ঞা, স্পর্শ করে যায় ভাবনার সর্বোচ্চ শিখর। গল্পকার ফারজানা ফাইজার তেমনই একজন লেখিকা। যার প্রতিটি গল্পে কলম লিখে যায় বাস্তবতার সংজ্ঞা, স্পর্শ করে যায় ভাবনার সর্বোচ্ছ শিখর। তার লেখা চিত্র এঁকে যায় করুণ বাস্তবতার।
চোখের কোণে জন্ম দেয় বিন্দু জলের। সাহিত্যাঙ্গনে নবাগত এই লেখিকার ছোটগল্পের বই “নষ্ট শহরে নিষ্পাপ প্রাণ”। যেখানে ৪টি ভিন্নধর্মী গল্পে ফুটে উঠেছে আমাদের দৃষ্টিগোছরে গড়তে থাকা বাস্তবিক ঘটনা। বইটি স্পর্শ করেছে পাঠকের মানবিকবোধ কে। বিবেক যেনো কথা বলে গেছে গল্পের প্রতিটি লাইনে লাইনে।
বইটি গতবছর অমর একুশে বইমেলা ২০১৮ তে প্রকাশিত হয়। প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। চট্টগ্রাম বইমেলায় প্রায় ১১০টি স্টলের মধ্যে যেকটি গল্পের বই সর্বোচ্চ বিক্রিয় হয়েছে তার মধ্যে নষ্ট শহরের নিশ্পাপ প্রাণ একটি। বইটির দ্বিতীয় সংস্করণ পাওয়া যাবে আগামী বইমেলা ২০২০ এ ঢাকা ও চট্টগ্রামে শুধু মাত্র অক্ষরবৃত্ত স্টলে। এখন পাওয়া যাচ্ছে রকমারিতে। বইটির মূল্য ১৬০ টাকা। ১২% ডিসকাউন্টে রকমারি থেকে বইটি অর্ডার করতে পারেন।১৪০ টাকায়। অর্ডার লিংক: https://www.rokomari.com/book/180398/noshto-sohore-nishpap-pran
অর্ডার করতে পারেন অক্ষরবৃত্তর নিজস্ব ওয়েবসাইট (http://akkharbritto.com/) থেকেও।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













