২৫ অক্টোবর ২০২৫

যোগদানের ৮ মাসের ব্যবধানে ‘হঠাৎ বদলি’ হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম

বাংলাধারা প্রতিবেদন »

যোগদানের মাত্র ৮ মাসের ব্যবধানে হালিশহর থানার ওসি মো. রফিকুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে সরিয়ে নেওয়া হচ্ছে।

রোববার (৮ আগস্ট) বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদিলর আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয় আগামী ১৭ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করার জন্য। অন্যথায় ১৮ তারিখ থেকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হবে।

মো. রফিকুল ইসলাম চলতি বছরের ৩১ জানুয়ারি হালিশহর থানার ওসি হিসেবে নিয়োগ পায়। এর আগে তিনি নগর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, কর্মরত ছিলেন নগরের কর্ণফুলী থানা, কক্সবাজারের উখিয়া থানা, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাসহ বিভিন্ন থানায়।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন