বাংলাধারা প্রতিবেদন »
নৌ-পরিবহন মন্ত্রণালয়ে কর্মরত পায়রা বন্দরের প্রধান একাউন্টস অফিসার মো. ইলিয়াছ রেজার বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে চাকরিতে যোগ দানের অভিযোগ উঠেছে।
অভিযোগে আছে ১৯৮৭ সালে একাউন্টস অফিসার পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন যোগ্যতা হিসেবে চাওয়া এম.কম পাশের কথা উল্লেখ করা হয়। কিন্তু তৎকালীন বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর তদবিরে এম. কম. পাশ করা না থাকলেও চাকরিতে যোগদান করনে মো. ইলিয়াছ রেজা।
অভিযোগ উঠেছে, বিএনপি ঘরানার লোক হওয়াতে যোগ্যতা না থাক সত্ত্বেও মো. ইলিয়াছ রেজাকে নিয়োগ দেয়া হয়।
প্রথমে চট্টগ্রাম বন্দরে কর্মরত থাকলেও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের আমলে তাকে বদলি করে পায়রা বন্দরে নিয়ে যাওয়া হয়।
বর্তমানের মো. ইলিয়াস রেজা পায়রা বন্দরে কর্মরত থাকলেও বিভিন্ন মহলকে কোটি কোটি টাকার প্রলোভন দেখিয়ে আবার চট্টগ্রাম বন্দরে ফিরে আসার তদবির চালাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
বাংলাধারা/এফএস/এএ













