বাংলাধারা ডেস্ক »
ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলের তদন্ত দল সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার সুপারিশ করে। পরিপ্রেক্ষিতে উপাচার্য ফারজানা ইসলাম তাকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেন।
সহকারী অধ্যাপক সানোয়ার সিরাজের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেন তারই বিভাগের এক ছাত্রী। এই হয়রানির বিচার চেয়ে বিভাগীয় সভাপতি বরাবর লিখিত অভিযোগও করেন তিনি। লিখিত এ অভিযোগ ‘ধামাচাপা’ দেয়ার চেষ্টা করা হয়েছে, এমন অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা করেন ভুক্তভোগী ছাত্রী। পরে তার সহপাঠীরা তাকে রক্ষা করেন।
নিপীড়নের ঘটনার বিচার না পেয়ে এবং শিক্ষকের হুমকিতে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন বলে অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী। মানসিকভাবে বিপর্যস্ত ছাত্রী ২৩ সেপ্টেম্বর রাতে ২৬টি ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করানো হয়।
জানা গেছে, হয়রানির ঘটনা উল্লেখ করে সরকার ও রাজনীতি বিভাগের সভাপতি অধ্যাপক নাসরিন সুলতানা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রী। ১৯ সেপ্টেম্বর ওই অভিযোগ করেন তিনি। পরে ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেলে অভিযোগটি পাঠান বিভাগীয় সভাপতি।
উল্লেখ্য, ঘটনায় সানোয়ার সিরাজের শাস্তির দাবি করে শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা। মানববন্ধন থেকে বক্তারা শিক্ষক সানোয়ার সিরাজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম













