২৩ অক্টোবর ২০২৫

যৌন নির্যাতনে শীর্ষে বরিশাল, দ্রুত বেড়ে চলেছে চট্টগ্রাম!

যৌন নির্যাতনে বাংলাদেশে চট্টগ্রামের স্থান দ্বিতীয়। গত বছরের হিসাবেও দ্বিতীয় স্থানে ছিলো চট্টগ্রাম। প্রথম স্থানে রয়েছে বরিশাল।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) বাংলাদেশের যৌথভাবে আয়োজিত এক অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা জরিপ-২০২৪ এর এই তথ্য প্রকাশ করা হয় বৃহস্পতিবার ( ২৭ ফেব্রুয়ারি) ।

জরিপে দেখা যায়, দেশের ৭৫ দশমিক ৯ শতাংশ নারী একবার হলেও নির্যাতনের শিকার হয়েছেন ।গ্রামেই এর হার ৭৬ শতাংশ এবং শহরে ৭৫ দশমিক ৬ শতাংশ। কিন্তু নারী নির্যাতনের হার সবচেয়ে বেশি বিভাগওয়ারী বরিশালে (৮১ দশমিক ৫ শতাংশ ) । অন্যদিকে,এই হার সিলেটে সবচেয়ে কম (৭২ দশমিক ১ শতাংশ)। বরিশাল বিভাগে যৌন নির্যাতনের হারও বেশি (৩৫ দশমিক ৭ শতাংশ)। যেখানে জরিপে দেখা যায় , জাতীয় পর্যায়ে যৌন নির্যাতনের হার ২৯ শতাংশ।

জরিপে দেখতে পাওয়া যায়,যৌন নির্যাতনের ক্ষেত্রে বরিশালের পরেই স্থান রয়েছে চট্টগ্রাম বিভাগে (৩৪ দশমিক ১ শতাংশ)। এছাড়া খুলনায় ২৯ দশমিক ৯, ঢাকায় ২৭ দশমিক ৮, রাজশাহীতে ২৭ দশমিক ২, ময়মনসিংহে ২৩ শতাংশ, রংপুরে ২৬ দশমিক ৬ শতাংশ, ও সিলেটে যৌন নির্যাতনের হার ২৮ দশমিক ২ শতাংশ। যৌন নির্যাতনের হার শহর ও গ্রামে খুব বেশি পার্থক্য নেই। শহরে যৌন নির্যাতনের হার ৩১ দশমিক ১ এবং গ্রামে ২৮ শতাংশ।

গত বছরেও বরিশালে যৌন নির্যাতন বেশি হয়েছে। গত মাসে জাতীয় পর্যায়ে দেশে যৌন নির্যাতনের শিকার হয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ নারী। সেখানে বরিশালে এর হার ১৩ দশমিক ২ শতাংশ। এর পরেই গত ১২ মাসে যৌন নির্যাতন বেশি হয়েছে চট্টগ্রামে ১১ দশমিক ২ শতাংশ।

২০২৪ সালে তৃতীয়বারের মতো পরিচালিত এই জরিপটি বাংলাদেশে নারীর প্রতি সহিংসতার প্রকৃতি, মাত্রা ও প্রভাব তুলে ধরার পাশাপাশি সমসাময়িক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ চিত্র উপস্থাপন করছে।

এআরই/এনএস/বাংলাধারা

আরও পড়ুন