৩০ অক্টোবর ২০২৫

যৌন হয়রানির দায়ে চবি শিক্ষার্থী বহিষ্কার

চবি প্রতিনিধি »

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে বহিষ্কারাদেশ গত ১ মার্চ থেকে চলমান থাকবে।

রবিবার (৮ মার্চ) দুপুর একটার দিকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

বহিষ্কারাদেশে বলা হয়, গত ১ মার্চ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ১১তম ব্যাচের র‍্যাগ ডে-এর অনুষ্ঠান শেষে রাত নয়টার দিকে বিশ্ববিদ্যালয় কাঁটা পাহাড় সড়কে রাত আনুমানিক ৯ টার দিকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেইসবুক) এ বিভিন্ন আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয় হতে প্রবীর ঘোষকে ১ বছরের জন্য বহিষ্কার করা হলো।

বহিষ্কারের তারিখ হতে বহিষ্কৃত শিক্ষার্থীর বিশ্ববিদ্যালযয়ের ভর্তি বাতিল বলে গণ্য হবে। তাই বহিস্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠ গ্রহণ বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। বহিষ্কৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবাসিক হলে অবস্থান করতে পারবে না।

বহিস্কৃত শিক্ষার্থী এ আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তারসহ তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১মার্চ হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছাত্রীকে শারীরিক লাঞ্ছনার দায়ে প্রবীর ঘোষকে ১ মাসের কারাদণ্ড দেয়। তবে সাজা প্রাপ্তির ৩ দিনের মাথায় জামিন নিয়ে বের হয়ে আসে প্রবীর ঘোষ। এ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যৌন হয়রানির প্রতিবাদে আন্দোলনের মুখে এ আদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন