বাংলাধারা প্রতিবেদক »
মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের ছয়টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা সম্মিলিত মে দিবস উদযাপন পরিষদের উদ্যোগে কর্মসূচি পালিত পালিত হয়েছে।
সোমবার (১ মে) সকাল ১০ টায় নগরীর জামালখান চত্বরে ‘রক্তে ধোয়া মে, তোমায় সেলাম’ স্লোগানকে সামনে রেখে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়।
উদীচী চট্টগ্রাম জেলার সহ-সভাপতি সুনীল ধরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভোমিক, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি লেখক ও সাংবাদিক জসীম চৌধুরী সবুজ, চট্টগ্রাম থিয়োটারের দল প্রধান অ্যাডভোকেট দীপক চৌধুরী, সৃজামী সাংস্কৃতিক অঙ্গনের দলপ্রধান সুজিত চক্রবর্তী, বোধন আবৃত্তি পরিষদের সঞ্জয় পাল, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদের দল প্রধান নন্দদুলাল গোস্বামী এবং উদীচী সাধারণ সম্পাদক এডভোকেট অসীম বিকাশ দাশ।
সভায় বক্তারা বলেন, ১৮৮৬ সালে ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে লক্ষ লক্ষ শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণ ও ন্যায্য মজুরির দাবিতে সর্বাত্মক ধর্মঘট শুরু করেছিল শ্রমিকদের আন্দোলনের কণ্ঠরোধ করার জন্য পুলিশ সেই সময় নির্মম ভাবে গুলি চালায় এতে ১০ জন শ্রমিক নিহত হয়,শ্রমিক আন্দোলনের এই গৌরবময় অধ্যায়কে স্মরনীয় করে রাখার জন্য বিশ্বের সকল দেশেই মর্যাদার সঙ্গে পালিত হয় মহান মে দিবস।তাদের আত্মদানে প্রতিষ্ঠিত “মে দিবস পরিণত হয়েছে শ্রমিকের অধিকার আদায়ের দিবসে।মে দিবস তাই আজ হাজার হাজার শ্রমিকের পায়ে চলা মিছিলের কথা,আপোষহীন সংগ্রামের কথা।মে দিবস দুনিয়ার শ্রমিকশ্রেনীর এক হওয়ার ব্রত,এই দিবস শ্রমজীবী মানুষের উৎসবের দিন,জাগরনের গান সংগ্রামের ঐক্য ও গভীর প্রেরণা। মে দিবস শোষন মুক্তির অঙ্গীকার, শোসক শ্রেনীর ত্রাস,দিন বদলের শপথ।
অঅনুষ্ঠানে শ্রমিকের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংগীত পরিবেশন করে উদীচী চট্টগ্রাম জেলা সংসদ, সৃজামী সাংস্কৃতিক অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, সুরমন্ডল ও প্রবর্তক সংঘের শিল্পীরা, আবৃত্তি পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ সংগীত পরিবেশন করেন সংগীত ভবনের শিল্পীবৃন্দ, প্রতিবাদী আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদ এবং দীপক চৌধুুরীর নির্দেশনায় নাটক এবং চট্টগ্রাম থিয়েটার পরিবেশন করে নাটক ‘ধর্মঘট’।