২ নভেম্বর ২০২৫

নয়া রূপে সুবর্ণ এক্সপ্রেস, চলবে মঙ্গলবার

বাংলাধারা প্রতিবেদন »

বদলে যাচ্ছে সুবর্ণ এক্সপ্রেসের চেহারা। সাদা রঙের পুরনো বগিতে আর চলবে না ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন এই ট্রেন। তার পরিবর্তে লাল সবুজের ১৮টি নতুন বগি সংযোজন হয়েছে। আগামী মঙ্গলবার (৩ নভেম্বর) থেকে নতুন রূপে চলাচল করবে সুবর্ণ এক্সপ্রেস। ওইদিন সকাল ৭ টায় চট্টগ্রাম থেকে যাত্রা করে ঢাকায় যাবে ট্রেনটি।

এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রায়াল রান শুরু করেছে লাল সবুজের ট্রেনটি।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. জাফর আলম। তিনি বলেন,  সুবর্ণ এক্সপ্রেসের জন্য ইন্দোনেশিয়া থেকে ১৮টি নতুন কোচ আমদানী করা হয়েছে। কোচগুলোর রং লাল সবুজ। নতুন কোচে যাত্রীদের ভ্রমণ আরো আনন্দদায়ক হবে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ