রাঙ্গুনিয়া প্রতিনিধি »
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৬১ জন বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ২০২০ সালের ১ নভেম্বর সাঈদ মাহমুদ রনিকে সভাপতি, নাছিমুল আনোয়ার সাব্বিরকে সাধারণ সম্পাদক ও ডা. পংকজ ডে’কে সিনিয়র সহ-সভাপতি করে আংশিক কমিটির অনুমোদন দেন সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক।
শনিবার (১২ জুন) সংগঠনের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাবেদ জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাঙ্গুনিয়া উপজেলার পূর্ণাঙ্গ কমিটিতে সাঈদ মাহমুদ রনিকে সভাপতি, নাছিম আনোয়ার সাব্বির’কে সাধারণ সম্পাদক ও ডা. পংকজ দে ‘কে সিনিয়র সহ-সভাপতি রেখে ৬১ জন বিশিষ্ট কমিটির ২ বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৭ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন, দপ্তর, অর্থ, প্রচার ও প্রকাশনা, ক্রীড়া ও শরীর চর্চা, সাহিত্য ও সাংস্কৃতিক, পাঠাগার, সমাজ কল্যাণ, তথ্য ও গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি, মহিলা ও শিশু, স্কুল ও ছাত্র বিষয়ক, শিক্ষা বিষয়ক, কৃষি বিষয়ক, পরিবেশ বিষয়ক, আইন বিষয়ক, আপ্যায়ন বিষয়ক, চারুকলা বিষয়ক, উপ- দপ্তর, উপ- অর্থ, উপ-প্রচার ও প্রকাশনা, উপ- ক্রীড়া ও শরীরচর্চা, উপ- সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক পদে একজন করে রাখা হয়েছে। সদস্য পদে ১৪ জনকে রাখা হয়েছে।
বাংলাধারা/এফএস/এআই













