বাংলাধারা বিনোদন »
ভালোবাসা দিবস উপলক্ষে কণ্ঠশিল্পী রনি রোজালিনের কন্ঠে গাওয়া ‘মারিস কেন চোখ’-এর মিউজিক ভিডিও প্রকাশ করেছে দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি ছাড়া হয়েছে ।
ভালোবাসা দিবস উপলক্ষে শিল্পীর কন্ঠে গাওয়া এ গানের কথা ও সুর করেছেন ইকবাল মাহমুদ। কম্পোজিশান করেছেন আভ্রাল সাহির। মিউজিক ভিডিওটি ডিরেকশান দিয়েছেন সৈকত রেজা। এছাড়াও গানের ভিডিওতে মডেল হিসাবে দেখা যায় সাঞ্জ জন ও কন্ঠশিল্পী স্বয়ং রনি রোজালিনকে।
‘মারিস কেন চোখ’ গানের প্রসঙ্গে রনি রোজালিন বাংলাধারাকে বলেন, ‘ভালবাসা দিবস উপলক্ষে গানটি করা হয়েছে। এটি একটি ভালবাসার গান। গানের মাঝে ভালবাসার আহবান জানানো হয়েছে। আশা করছি সবার ভাল লাগবে’।
তিনি আরো বলেন, গানের সঙ্গে মিল রেখে দারুণ একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। গান যেহেতু এখন শোনার পাশাপাশি দেখারও বিষয়। তাই আশা করি গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে। এছাড়াও সবার কাছে দোয়া চান তিনি।
উল্লেখ্য, ছোটবেলা থেকেই গানের প্রতি তীব্র ভালবাসা এ কন্ঠশিল্পীর। তাই ছোটবেলা থেকে গান চর্চা করে আসছেন নিয়মিত। অন্যদিকে আরেক জনপ্রিয় কন্ঠশিল্পী রুপা রোজালিনের বোন তিনি।
গানের এক্সক্লুসিভ মিউজিক ভিডিওটি দেখতে এই লিংকে ক্লিক করুন : https://youtu.be/tqelSn__tb0
বাংলাধারা/এফএস/টিএম/ইরা













