বাংলাধারা প্রতিবেদন »
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড এবং এলবিয়ন গ্রুপের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) এলবিয়ন গ্রুপের চট্টগ্রামস্থ প্রধান কার্যালয়ে এ কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়।
এ চুক্তিতে স্বাক্ষর করেন রবি আজিয়াটা লিমিটেডের চিফ্ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল এবং এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত।
এ কর্পোরেট চুক্তির মাধ্যমে এলবিয়ন গ্রুপের রবি আজিয়াটা লিমিটেডের সকল ধরনের কর্পোরেট সেবা, ডিজিটাল সার্ভিস এবং বিজনেস সল্যুশন ব্যবহার করবে।
কর্পোরেট চুক্তি অনুষ্ঠানে রবি আজিয়াটা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট রেজওয়ান আল ইসলাম, জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী, একাউন্ট ম্যানেজার কায়সার হামিদ ফরহাদ, জেনারেল ম্যানেজার গাউসুল আজম আরাফাত আহমেদ, ম্যানেজার আবুল হাসনাত।
অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এলবিয়ন ল্যাবরেটরীজ লিমিটেডের নির্বাহী পরিচালক মুনতাসির জসীম, সেলস ম্যানেজার তুহিনুল ইফতেহা, এলবিয়ন এনিম্যাল হেল্থ ডিভিশনের জেনারেল ম্যানেজার শরিফুর রহমান।
বাংলাধারা/এফএস/টিএম/এএ













