৫ নভেম্বর ২০২৫

রমজানে ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটির ইফতার সামগ্রী বিতরণ

বাংলাধারা ডেস্ক »

মাহে রমজান উপলক্ষে উপলক্ষে বাংলাদেশের ক্যান্টনমেন্টিয়ান ছাত্রদের সংগঠন বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্ট কমিউনিটি চট্টগ্রাম রিজিউনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে ঘুরে ২৫ হতদরিদ্র মানুষকে এক মাসের ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটি চট্টগ্রাম রিজিউনের রিজিউন কমান্ডার রোদমিল শাহরিন শাহ, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ স্কোয়াড লিডার আরিয়া রিয়াক জারা পুষ্প, ডেপুটি কমান্ডার ইশতিয়াক মোহাম্মদ শাওন,স্টুডেন্টস কমিউনিটির মিডিয়া উইং এর জুনিয়র মিডিয়া অফিসার শেখ আব্দুল্লাহ ইয়াছিন সহ কমিউনিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, দেশের সকল ক্যান্টনমেন্টিয়ান স্টুডেন্টদের একই ছাদের নিচে আনতে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটি। প্রতিষ্ঠার জন্মলগ্ন থেকে মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করে আসছে স্টুডেন্টস কমিউনিটিটি। বাংলাদেশ ক্যান্টনমেন্ট স্টুডেন্টস কমিউনিটির চট্টগ্রাম রিজিউন চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ নিয়ে গঠিত।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ