বাংলাধারা ডেস্ক »
দেশের বিভিন্ন এলাকার দরিদ্র, দিনমজুর, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে শুধু তাদের তালিকা করাই নয়, তাদের মোবাইল ফোন নম্বর, ব্যাংক হিসাবও সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ কাজে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয় করতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
রমজান মাসে বিভিন্ন এলাকার দরিদ্র, দিনমজুর, নিম্ন আয়ের ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর হাতে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এ তালিকা প্রণয়ন করতে বলেছেন প্রধানমন্ত্রী।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়য়া বলেন, সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদের নিজ নিজ এলাকায় দরিদ্র, স্বল্প আয়, দিনমজুর, নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংখ্যা কত তা হিসাব করে আওয়ামী লীগ কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলা হয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশে যে অভাব, হাহাকার দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হতে যাচ্ছে তা থেকে জনগণকে রক্ষা করতেই এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম












