রমজান মাসে ব্যস্ততম চট্টগ্রাম নগরীর মোড়গুলো ঘুরলেই চোখে পড়ে সাজানো স্টল থেকে বিতরণ করা হচ্ছে ইফতার সামগ্রী। অসহায় রোজাদারদের ইফতার বিতরণ করতে সাজানো হয়েছে এসব স্টল। প্রতিদিনই আগ্রাবাদ, নিউ মার্কেট, বন্দর, হালিশহর, পতেঙ্গা, কাট্টলির বিভিন্ন জায়গায় বিতরণ করা হয় এসব ইফতার।
শুধু ইফতার সামগ্রী নয় চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে সেহেরী সামগ্রীও বিতরণ করা হয় নগরীর বিভিন্ন প্রান্তে। প্রতিদিন এসব কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, নগরীর মন্ত্রী, এমপি এবং যুবলীগের নেতারা।
এবার ঈদকে সামনে রেখে নগরীতে ঈদ উপহারও বিতরণ করছেন তিনি। নগরীর বন্দর-পতেঙ্গা আসনের বিভিন্ন ওর্য়াডে দুঃস্থ অসহায়দের মাঝে এসব উপহার বিতরণ করছেন দেবাশীষ পাল দেবু।

পুরো রমজান মাসে দেবাশীষ পাল দেবুর এই উদ্যোগের প্রশংসা করেছেন সাধারণ পথচারী থেকে শুরু করে নগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। অন্য ধর্মাবলম্বী হয়েও রোজাদারদের জন্য দেবুর এই উদ্যোগকে অনন্য উদারতা বলছেন অনেকেই।
বর্তমানে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন দেবাশীষ পাল দেবু। এর আগে পালন করেছেন যু্বলীগের কেন্দ্রীর কমিটির সদস্য। চট্টগ্রাম মহানগরে যুবলীগের রাজনীতিতে নিয়মিত সরব থাকেন এই নেতা। জাতীয় দিবস থেকে শুরু করে প্রতিটি সভা কিংবা সামাজিক অনুষ্ঠানে দেবুর পদচারণা নিবিড়।
কেন্দ্রীয় যুবলীগ ঘোষিত কর্মসূচি পালনের পাশাপাশি নগরীতে প্রতিদিনই দেবাশীষ পাল দেবুর রাজনৈতিক এবং সামজিক কর্মকান্ড অব্যাহত থাকায় এটিকে রাজনীতির জন্য অনুকরণীয় মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকন বলেন, পবিত্র রমজান মাসে চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটা সত্যি প্রশংসার দাবিদার। এই ধরণের উদ্যোগ আমাদের জন্য অনুকরণীয়।
চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ বাবলা বলেন, আমাদের প্রিয় নেতা দেবাশীষ পাল দেবু দা চট্টগ্রাম মহানগর যুবলীগকে চাঙ্গা রেখেছেন। আমরা অনেক সময় অবাক হয়ে যাই রাজনৈতিক এবং সামাজিক কর্মকান্ডে দেবু দাদার নিয়মিত কার্যক্রম দেখে, এমন কোনো মাস নেই, এমন কোনো দিন নেই মানুষের জন্য দেবু দাদার আয়োজন নেই।
চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সদস্য শেখ নাঈম বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে প্রত্যয় সেটি দেবু দাদা পালন করছেন। বাংলাদেশে আমি হলফ করে বলতে পারি উনার মতো এরকম উদার এবং নিয়মিত কর্মসূচি পালন করা নেতা খুব কম আছে বলা যায়। দেবাশীষ পাল দেবু শুধু কর্মীবান্ধব নেতাই নন তিনি এখন জনতার নেতায় পরিণত হয়েছেন।
চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা জুয়েল বলেন, নগরীতে যুবলীগের প্রাণের স্পন্দন দেবাশীষ পাল দেবু। তিনি সব সংকীর্ণতার উর্ধ্বে উঠে প্রতিদিন ছুটে যান মানুষের পাশে। নগরীতে কোনো না প্রান্তে প্রতিদিন দেবাশীষ পাল দেবুর রাজনৈতিক কিংবা সামাজিক কর্মকাণ্ড চলমান থাকে।













