বাংলাধারা প্রতিবেদন »
সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রমজান উপলক্ষে চট্টগ্রামের ১৫ পয়েন্টে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে এসব বিক্রি শুরু হয়েছে।
নগরের ২ নম্বর গেট, স্টিলমিল বাজার, চান্দগাঁও, কাঠঘর, ইপিজেড থানার সামনে, ‘বন্দর থানার সামনে, আগ্রবাদের হোটেল সাংগ্রিনার সামনে, চট্টগ্রাম আদালতের সামনে, জামালখান, আলকরণ, নিউমার্কেট মোড়, বিবিরহাট, মুরাদপুর, উত্তর কাট্টলি, হালিশহরে এসব পণ্য বিক্রি করা হবে।
জানা যায়, প্রতিদিন সকাল ১০টা থেকে এই পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। প্রতিদিন (প্রতি ট্রাকে) ১ হাজার ৫০০ কেজি করে পণ্য বিক্রি করা হবে। শুক্রবার ছাড়া সপ্তাহে ৬ দিন চলবে এই কার্যক্রম।
বাংলাধারা/এফএস/ এআর













