চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জুবলী রোডের রাইফেল ক্লাব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়েই বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটিতে একটি ব্যাংকের শাখাসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রীর দোকান রয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ইউসিবিএল ব্যাংকে আগুন লাগার সংবাদ পৌঁছে নিয়ন্ত্রণ কক্ষে। খবর পেয়েই বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।













