বাংলাধারা প্রতিবেদক »
রাউজানের আজিজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিন ওরফে আজিজ্যাকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকাল সোয়া ৫টায় নগরীর আকবরশাহ থানার এ কে খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজ রাউজান থানার হরিষখান গ্রামের মৃত বজল আহম্মদের ছেলে। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, ২০১৫ সালের রাউজান-রাঙামাটি সড়কের চারাবাটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) গুলি করে হত্যা করে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় গতকাল মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সোয়া ৫টায় আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজ উদ্দিন ওরফে আজিজ্যাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে অজিজ। তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাধারা/এএ













