বাংলাধারা ডেস্ক »
রাউজানে পৌরসদরে ৬ নম্বর ওয়ার্ডে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (১১ এপ্রিল) দুপুর পৌণে ২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের পাশে চিন্তামনির দাশের বাড়ি প্রকাশ রবি দাশের ঘরে এ ঘটনা ঘটে।
ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সমীর দাশ গুপ্ত বলেন, আগুন কিভাবে লেগেছে তা কেউ নিশ্চিত নয়। তবে আগুনে পরিবারটির সব পুড়ে শেষ হয়ে গেছে। রাউজান ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় পাশের ঘরগুলো রক্ষা পায়।













