২৪ অক্টোবর ২০২৫

রাউজানে অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বাংলাধারা প্রতিবেদক »

রাউজানে মো. আজম খান (৩০) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ব্রিক ফিল্ড লোহার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (১২ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজম খান ওই এলাকার মমতাজ কটেজ অ্যান্ড কম্পাউন্ড নামে একটি প্রতিষ্ঠানের সামনে অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তা জানতে পেরে তাকে একটি দেশীয় তৈরি দোনলা বন্দুক (এলজি) ও দু’টি তাজা কার্তুজসহ গ্রেফতার করে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হরুন বলেন, ‘বিক্রির উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও কার্তুজ নিয়ে অবস্থানকালে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলা শেষে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

পুলিশের দেয়া তথ্যানুসারে অস্ত্র ব্যবসায়ী আজম খান হাটহজারী থানার হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ৬ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
গ্রেফতার আজম হাটহজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির প্রয়াত মো. জামাল উদ্দিনের ছেলে।

বাংলাধারা/এসআরটি

আরও পড়ুন