চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ নেতা ড. মুহাম্মদ রোশাঙ্গীর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া পথের হাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার কাউসার হামিদ।
পুলিশ সূত্রে জানা যায়, ড. রোশাঙ্গীর আলমের বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ শনিবার চট্টগ্রাম আদালতে পাঠানো হবে বলে জানান সেকেন্ড অফিসার কাউসার হামিদ।
ড. রোশাঙ্গীর আলম রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের প্রয়াত আবদুল হাকিম সওদাগরের ছেলে। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ১০ নম্বর পূর্ব গুজরা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।