রাউজানে ভোররাতে সংগঠিত অগ্নিকাণ্ডে তিন ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামের শেখপাড়া ৩ নম্বর রোডের মুখে মাদ্রাসা মার্কেটে এই আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত তিন ব্যবসা প্রতিষ্ঠান হলো- সাদিয়া স্টোর, শান্তু টেইলার্স ও নিউ শাহ আমানত ইঞ্জিয়ারিং ওয়ার্কশপ। স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন কাদের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ডাক্তার হেদায়েতুল করিম সুমন ও হাজী মুহাম্মদ মমতাজ মিয়া জানান, কখন আগুন লেগেছে কেউ জানে না। ফজরের আজানের পর নামাজ পড়তে বের হলে দেখা যায় মাদ্রাসা মার্কেটে আগুন জ্বলছে। তখন রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ক্ষতিগ্রস্ত তিন দোকান থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। তবে, একই সারির আলাদা মার্কেটের আরো তিনটি ব্যবসায় প্রতিষ্ঠান ও ভাড়া বাসা আগুন থেকে রক্ষা পায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ কামরুজ্জামান সুমন বলেন, আমরা ৪টা ৫৫ মিনিটে সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এতে সেমিপাকা তিনটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
টিম লিডার জাহেদুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানে আনুমানিক সাড়ে ৬ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্তদের একজন মোহাম্মদ আরবান বলেন, বাড়ির রাস্তার সংস্কারের কাজ চলার কারণে ঋণে ও কিস্তিতে কেনা ২ লাখ ৬ হাজার টাকা দামের মোটরসাইকেলটি রাতে গ্রীল ওয়ার্কশপে রেখেছিলাম। আগুনে এটি সম্পূর্ণভাবে পুড়ে শেষ হয়ে গেছে।













