১১ নভেম্বর ২০২৫

রাউজানে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

রাউজান প্রতিনিধি »

রাউজানে আগ্নেয় অস্ত্রসহ মো. মানিক (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

আটক মানিক উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নেওয়াজ গাজী বাড়ির মৃত ফোরক আহম্মদের পুত্র।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানা অফিসারের নির্দেশে ও পরিকল্পনায় উপজেলার চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আমিসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখে সড়কের উপর থেকে মানিক নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করি। এই সময় তার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির পিছনে গোঁজানো অবস্থায় সচল ১টি দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), কালো রংয়ের কসটেপ দিয়ে মোড়ানো ২টি তাজা কার্তুজ উদ্ধার করি। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ