১৬ ডিসেম্বর ২০২৫

রাউজানে ইয়াবাসহ ছোট মনা গ্রেফতার

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামের রাউজানে ইয়াবাসহ এক মো: আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনকে (২৬) আটক করছে রাউজান থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৩২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রোববার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার সময় উপজেলার ৭নং সদর ইউনিয়নের নাতোয়ান বাগিছা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে উপপরিদর্শক (এসআই) অজয় কুমার শীল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

সে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিলাবাদ এলাকার মনু গোমস্তার বাড়ির বাবু শাহাদাতের ছেলে।

এ প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক প্রকাশ ছোট মনাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। সে আগের দুইটি মাদক মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামি। ১৬ আগষ্ট সোমবার দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা রুজু শেষে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ