বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।
শনিবার (১৪ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, এই দিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৩৩৩টি।
আক্রান্তদের মধ্যে ২৯৭ জন চট্টগ্রাম মহানগর এলাকায় এবং ১৬৯ জন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাউজানে।
উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়ায় ১ জন,ফটিকছড়িতে ২৩ জন, হাটহাজারীতে ৪১ জন, সীতাকুণ্ডে ৮ জন, মিরসরাইয়ে ২ জন সাতকানিয়ায় ১ জন, বাঁশখালীতে ১ জন, আনোয়ারায় ১১ জন, চন্দনাইশে ৬ জন, পটিয়ায় ২ জন, বোয়ালখালীতে ২২ জন, রাউজানে ৫০ জন এবং সন্দ্বীপ উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ৩ জন চট্টগ্রাম নগরের এবং ২ জন উপজেলার বাসিন্দা।
এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১১৬ জনের এবং মোট করোনা আক্রান্ত ৯৪ হাজার ৩৫০ জন।
বাংলাধারা/এফএস/এফএস













