চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদীর তীরে বালু ও গাছের পাতা দিয়ে আচ্ছাদিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের যুগী পাড়া এলাকার বোট ঘাটা থেকে রুপন নাথ (৩৭) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে। স্থানীয়দের ভাষ্য, সকালে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকরোর পাশে লাশটির মস্তক বালুর নিচে, শরীর ছিল পাতা দিয়ে ঢাকা। পাশে ছিল একটি রশি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেন এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলমান। ভিকটিম রুপন নাথ মানসিক বিকারগস্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা।
এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমিও ঘটনাস্থলে যাওয়ার জন্য বের হয়েছি।