২৬ অক্টোবর ২০২৫

রাউজানে কৃষকের ধান কেটে দিলেন সাংসদ ফজলে করিম চৌধুরী

রাউজান প্রতিনিধি »

রাউজানে অসচ্ছল কৃষকের ধান কেটে দিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। কর্মসূচীর প্রথম দিনে ৮০ শতক জমির ধান কেটে দেওয়া হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) বেলা ৩ টায় রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া বিলে রাউজান উপজেলা ও পৌরসভা কৃষক লীগের যৌথ আয়োজনে অসচ্ছল কৃষকদের ধান কাটা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকলীগের শতাধিক কর্মীদের সাথে নিয়ে তিনি কাস্তে হাতে ধান কাটেন।

এই উপলক্ষে আয়োজিত সভায় তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। শেখ হাসিনার সরকার কৃষকদের জন্য সারে ভূর্তিকি, সহজশর্তে কৃষি ঋণ সহ নানান সুবিধা দিচ্ছেন। সরকারের পাশাপাশি আমরাও কৃষকদের বিনামূল্যে উন্নতমানের বীজ করেছি। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে রাউজানের চাষযোগ্য সকল জমি আবাদের আওতায় আনতে হবে।

রাউজান উপজেলা কৃষক লীগের সভাপতি পৌর কাউন্সিলর আলমগীর আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমন ও পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেলিম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, মো. ইরফান চৌধুরী,পৌরসভা কৃষকলীগের সভাপতি আজগর আলী, যুবলীগ নেতা আহসান হাবীব হাসান,বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত, কৃষক লীগ নেতা শওকত হোসেন চৌধুরী, মো. এরশাদ, মো. বখতিয়ার খন্দকার, ওয়াহেদ বাবলু, লহ্মী কান্তি চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু, পৌর যুবলীগ নেতা আবু সালেক, মালেক সিদ্দিকী, আব্দুস ছালাম, মো. সেলিম, মো. আবছার, উত্তম বিশ্বাস, জাহাঙ্গীর আলম মুন্সিসহ আরো অনেকেই।

আরও পড়ুন