২৫ অক্টোবর ২০২৫

রাউজানে গরম তেলের কড়াইয়ে পড়ে শিশুর মৃত্যু

রাউজান প্রতিনিধি »

চট্টগ্রামের রাউজানে গরম তেলের কড়াইয়ে পড়ে ঝলসে যাওয়া আবু সাঈদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শিশু আবু সাঈদ রাউজান উপজেলার ৮নম্বর কলদপুর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সমশের পাড়া গ্রামের ওমান প্রবাসী আবু তৈয়ব একমাত্র ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর বলেন,  গত শুক্রবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নিহত শিশু আবু সাঈদের মা আফসানা নুর নাস্তা (রোল) ভাজার পর উনুন হতে হতে গরম তেলের কড়াই নামিয়ে পাশে রাখে উনুনে চায়ের পাত্র চড়ান। এমন সময় শিশু সাঈদ দৌঁড়ে মায়ের কাছে আসার সময় মায়ের পাশে থাকা গরম তেলের কড়াইয়ে পড়ে যায়। এতে শিশুটির ৭০ শতাংশ ঝলসে যায়।

আহত অবস্থায় তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৫ দিনপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একইদিন সন্ধ্যায় শিশুটির পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্থানীয় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

আরও পড়ুন